ময়মনসিংহের গফরগাঁওয়ে কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তর আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপী কৃষি মেলা-২০২২ শুরু হয়েছে। মঙ্গলবার (০৮ নভেম্বর) সকাল ১১টায় গফরগাঁও উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল।
এ মেলা উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার।
অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আমিনুল ইসলামের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ, গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ, পাগলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সজীব, সালটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক ঢালী, বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ মোস্তফা প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবদুল হামিদ খান, গফরগাঁও উপজেলা স্কাউটস সম্পাদক মাহবুবুল আলম মাষ্টারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফল, ফুল ও বীজের ১৬টি ষ্টল রয়েছে। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ প্রতিটি ষ্টল ঘুরে ঘুরে দেখেন।