কালীগঞ্জে এক বিকাশ কর্মীকে কুপিয়ে প্রায় ৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সোমবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ-গান্না সড়কের দইঝুড়ি মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখান থেকে চিকিৎসকরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন।
আহত বিকাশ কর্মীর নাম মামুন হোসেন। তার বাড়ি কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে।
বিকাশের কালীগঞ্জ উপজেলার সুপারভাইজার আবদুস ছালাম বলেন, বিকাশকর্মী আবদুস ছালাম দুপুরে মোটর সাইকেল চালিয়ে কালীগঞ্জ শহর থেকে গান্না সড়ক ধরে কোটচাঁদপুর উপজেলার জালালপুর বাজারে যাচ্ছিলেন। পথে দইঝুড়ি মোড়ে পৌঁছালে চারজন যুবক প্রথমে চোখে ধুলাবালি জাতীয় কিছু ছিটিয়ে দেন। এতে তিনি মোটর সাইকেল থেকে পড়ে গেলে দা দিয়ে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তার ব্যাগে থাকা প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে চলে যান।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আরিফ জানান, মামুন নামের যে ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল তার শরীরে পাঁচ জায়গায় দায়ের কোপের চিহ্ন রয়েছে। তার ডান হাতের শিরা কেটে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার করা হয়েছে।