ভোলার দৌলতখানে স্বর্ণের দোকানে অবৈধভাবে অ্যাসিডের ঢালাও ব্যবহারে পরিবেশের দূষণ দিনদিন বেড়েই চলেছে। পোড়ানো অ্যাসিডের ধোঁয়াতে পরিবেশ হুমকির মুখে। বিপর্যস্ত হয়ে পড়ছে গোটা এলাকার নির্মল মুক্ত পরিবেশ। সোনা থেকে খাদ বের করতে নাইট্রিক অ্যাসিড পুড়িয়ে পরিবেশ বিনষ্ট করা হচ্ছে। সোনার গহনা তৈরির পর স্বর্ণের উজ্জ্বলতা আনতে সালফিউরিক অ্যাসিডও ব্যবহার হচ্ছে। নাইট্রিক অ্যাসিড দিয়ে পুড়িয়ে সোনা খাঁটি করার সময় যে ধোঁয়া বের হয়, তা বাতাসে মিশে বিষাক্ত অম্লীয় বাষ্পে রুপ নেয়। নাইট্রোজেন ডাই অক্সাইড যুক্ত ওই বাতাস শ্বাস-প্রশ্বাসের সময় মানুষের শরীরে প্রবেশ করে। প্রতিনিয়ত অ্যাসিডের বিষাক্ত ধোঁয়া মানুষের শরীরে শ্বাসকষ্ট, হাঁপানিসহ ফুসফুসে নানা উপসর্গ দেখা দেয়ায় পথচারীসহ সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে। দৌলতখান পৌরশহরের টাউনহল সংলগ্ন কলেজ রোডে রয়েছে ১০/১২টি সোনা- রুপার ব্যাবসায়ী দোকান। ওই মার্কেট সংলগ্নেই রামরতন সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের সামনে সোনার দোকানে যত্রতত্র অ্যাসিড ব্যবহারের ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। সরেজমিন, জুয়েলারি মার্কেটের রিতা জুয়েলার্সে ঢুকতেই দেখা গেল সোনার গহনায় তরল কিছু ব্যবহার করছেন কারিগরেরা। কী এটা? কারিগর বললেন, সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড ব্যবহারে লাইসেন্সের বিষয় জানতে চাইলে দোকানের মালিক মিহির বাবু বলেন, ব্যবহারের জন্য আমরা অল্প পরিমাণে নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিড রাখি। লাইসেন্স লাগে এই তথ্য আমাদের জানা নেই। দৌলতখান পৌরসভা ছাড়াও উপজেলার বিভিন্ন হাট-বাজারে অর্ধশতাধিক সোনার দোকানে সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি বলেন, তার দোকানে গহনা তৈরির পর সালফিউরিক অ্যাসিডের সাহায্যে পালিশের কাজ হয়। নাইট্রিক অ্যাসিড লাগে সোনা গালানোর কাজে। স্বর্ণের ব্যবসায়ীরা জানান, জেলা শহর ভোলা সদরসহ বিভিন্ন জায়গা থেকে এঅ্যাসিড সংগ্রহ করেন তারা। সচেতন মহলের মতে, লাইসেন্স বিহীন সোনার দোকানে অ্যাসিডের ব্যবহার হলেও রহস্য জনক কারণে প্রশাসন নিরব। লাইসেন্স বিহীন এসব অবৈধ অ্যাসিড ও স্বর্ণের দোকানে প্রশাসনের অভিযান পরিচালনা না হওয়ায় দীর্ঘ দিনের পরিবেশ দূষণেরও কোনো পরিবর্তন হয়নি। লাইসেন্স নেই, অথচ অধিকাংশ দোকানেই অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। দৌলতখান পৌরসভার স্বপ্না জুয়েলার্স এ- ডায়মন্ড গ্যালারীর মালিক সুমন প্রতাপ সিং বলেন, আমার দোকানে অ্যাসিডের লাইসেন্স আছে।' অ্যাসিড বিক্রি করলে করতে পারি। তবে বিক্রি করিনা। ' ডায়মন্ডের অলংকার বিক্রি করেন কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অর্ডার পেলে এনে দেই।' শুধু দৌলতখান পৌর শহরই নয়। ঘোষেরহাট, মিয়ার হাট, উপশহর বাংলাবাজারসহ উপজেলার সর্বত্র একই চিত্র।
দৌলতখান সরকারি আবু আবদুল্লা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক গোবিন্দ প্রসাদ সরকার বলেন, ' সোনার গহনা তৈরির পর উজ্জ্বলতা আনতে কারিগরেরা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে। নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশিয়ে তৈরি হয় অ্যাকোয়া রিজিয়া। যা সোনাকে দ্রুত গলিয়ে দেয়। নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন ডাই অক্সাইড আছে। যা মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তবে অ্যাসিড ব্যবহারের জন্য লাইসেন্স লাগে।
এ ব্যাপারে দৌলতখান উপজেলা স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের সভাপতি, রানু রায়ের মুঠোফোনে কল করে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কল রিসিভ করেন নি। '
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব) জানান, খোঁজ নিয়ে বিষয়টি দেখবো '।