“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজনে গত শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ৫১ তম জাতীয় সমবায় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন সঞ্চালনায় সভায় হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, প্রত্যাশা সমবায় সমিতির চেয়ারম্যান ইব্রাহীম ভূঁইয়া, দৌলখাঁড় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ডা. ইয়াছিন, কেটেসিসির পরিচালক সদস্য এবিএম নুুরুল ইসলাম, পৌরসভা জুঁই সমবায় সমিতির সভাপতি ওবায়েদুল হক, দাউদপুর জাগরণী মহিলা উন্নয়ন সমবায় সমিতির সভা নেত্রী খোদেজা আক্তার কল্পনা প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৩টি সমবায় সমিতিকে ১ম, ২য় ও ৩য় স্থানকে ক্রেস্ট বিতরণ ও উপজেলা পরিষদ চত্ত্বরে বর্ণাঢ্য র্যালি ও পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।