ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৬টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রোববার (৬ নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া জানান, উপজেলায় ৬ টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের মোট ৩ হাজার ৬৪২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জন। বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চলমান পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবিদুর রহমান বলেন, বোর্ড ও জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় প্রথম দিনে কোন শিক্ষার্থী বহিস্কার হয়নি।