ময়মনসিংহের গফরগাঁওয়ে শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে গফরগাঁও পৌরসভার হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র এস. এম ইকবাল হোসেন সুমন।
গফরগাঁও পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ ছানোয়ার হোসেনের উপস্থাপনায় ত্রৈমাসিক সভায় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হক, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, সমবায় অফিসার মোঃ মীর কাসেম, সমাজসেবা অফিসার তাসলিমা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র শাহজাহান সাজু, গফরগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সুজনসহ পৌর কাউন্সিলরগণ প্রমূখ।