টাঙ্গাইলের দেলদুয়ারে ৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, ভাইস চেয়ারম্যান এস.এম এহসানুল হক সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা আক্তার, ওসি মো. নাছির উদ্দিন মৃধা, উপজেলা আ.লীগ সভাপতি মো. ফজলুল হক, সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, আটিয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন আজাদ, ফাজিলহাটী ইউপি চেয়ারম্যা মো. শওকত আলী প্রমূখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রেখা ইয়াসমিন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে উপজেলা পরিষদ সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমবেত হয়ে র্যালি'র সমাপ্তি হয়।