বরিশালে বিএনপি’র সমাবেশে যোগ দিতে চিড়া-গুড় নিয়ে ট্রলারে করে বৃহস্পতিবার মধ্যরাতে রওয়ানা দিয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদল। এ ছাড়া একই ভাবে পৃথক পৃথক সময়ে যাচ্ছেন উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা। জানা গেছে, ওই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পির নেতৃত্বে সংগঠনের প্রায় ৫’শতাধিক নেতা কর্মী গত বৃহস্পতিবার মধ্যরাতে ট্রলার যোগে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। সাথে খাবার হিসাবে নিয়েছেন শুকনা চিড়া, মুড়ি, গুড়। নাজিরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি জানান, বরিশালের গণসমাবেশে যোগ দিতে ছাত্রদলকে সাথে নিয়ে যাওয়ার বিষয় বিএনপিকে অবহিত করা হয়। কিন্তু উপজেলা বিএনপি আমাদের না নিয়েই রওয়ানা দেন। পরে আমরা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সহায়তায় ট্রলার যোগে রওয়ানা দেই। উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক যুবদল নেতা মাজেদুল কবীর রাসেল জানান, যুবদলের উদ্যোগে রান্নার সরঞ্জামসহ পৃথক ৫টি ট্রলারে করে শুক্রবার ০৪ নভেম্বর সকালে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, যেসব নেতাকর্মীরা অর্থ সংকটের কারণে যেতে পারবে না তাদের জন্য জেলা বিএনপির পক্ষ থেকে ট্রলার এর ব্যবস্থা করা হয়েছে।