কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ভেজাল বিরোধী অভিযানে মাঠে নেমেছে। মোবাইল কোট পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকারের এডি জিয়াউল হক। বুধবার সকালে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অস্বাস্থ্যকরা পরিবেশে খাবার বিক্রি অপরাধে ঘোষ মিস্টান্ন ভান্ডার ও ঘোস সুইটসকে ৪ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ন ওষুধ সংরক্ষন এর অপরাধে মেসার্স জায়েদ ফার্মেসীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অর্ধিকারের এডি জানান,চলমান পরিস্থিতিতে অনেক অসাধু ব্যবসায়ীরা সক্রিয় যে কারণে এই অভিযান চলমান রেখেছি। জনগনের বাজার অধিকার সংরক্ষনে অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনাকালে কালীগঞ্জ থানার পুলিশ সদস্য ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এ সময়ে অসাধু ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে দেখা গেছে।