ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঞ্চল্যকর প্রেমে প্রত্যাক্ষাত হয়ে কলেজ শিক্ষার্থীর মুখে ও গালে ক্ষুর দিয়ে গুরুতর আহত করার ঘটনার তিন দিন পর প্রধান আসামি বখাটে হুমায়ুন কবির জাহিদ (১৯)কে গ্রেপ্তার করেছে গফরগাঁও থানার পুলিশ। বুধবার ভোররাতে গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে ময়মনসিংহ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এর আগে গত রোববার রাতে বখাটে জাহিদের দুই সহযোগী বখাটে রাকিব ও অটোচালক শরিফুলকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জানান, ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল মূল আসামি জাহিদ। পুলিশের একটি দল পাশ্ববর্তী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বুধবার রাতে অভিযান পরিচালনা করে ভোররাতের দিকে জাহিদকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত শনিবার সকালে উথুরী গ্রামের রিক্সাচালক মোঃ রোকন উদ্দিনের মেয়ে স্থানীয় মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাত আরা (১৭) কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে অটোরিকশা দিয়ে রওনা করে। গফরগাঁও টু বরমী সড়ক পথে পৌর শহরের শিলাসী গ্রামের নির্জন স্থানে আসার পর বখাটে জাহিদ ও তার সহযোগী রাকিব, শরিফুল ও শান্ত জোরপূর্বক অটোরিকশা থেকে নামিয়ে প্রেমের প্রস্তাব দেয়। এ সময় জান্নাত আরার অস্বীকৃতি জানালে বখাটে জাহিদ ক্ষুর দিয়ে শিক্ষার্থী জান্নাত আরার মুখে ও গালে ক্ষুর দিয়ে একাধিক আঘাত করে। এতে কলেজ শিক্ষার্থীর গালে, চোখের নিচ ও কপালে ৩টি গভীর ক্ষত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতেই বখাটে জাহিদসহ তার তিন সহযোগীকে আসামি করে কলেজ শিক্ষার্থীর মা তসলিমা খাতুন বাদি হয়ে মামলা দায়ের করে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর পরই পুলিশের একাধিক টিম মাঠে নামে। বুধবার ভোররাতে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। মূল আসামিসহ মোট ৩জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।