সাইবার স্মার্ট হোন, নিরাপদ থাকুন এই স্লোগানে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল্লার নাঙ্গলকোট শাখা’র আয়োজনে গ্রাহকদের নিয়ে সাইবার সিকিউরিটি বিষয়ক আলোচনা সভা মঙ্গলবার বিকেলে শাখা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি ব্যাংক নাঙ্গলকোট শাখা ব্যবস্থাপক আবু নাইম।
নাঙ্গলকোট শাখা সিনিয়র অফিসার মামুনুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্যাংকের শাখা ব্যবস্থাপক অপারেশন হোসাইন সরওয়ার্দী, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, শাখার এ.ডি.সি ইনচার্র্জ শরিফ মিয়া, ব্যাংকের সিনিয়র অফিসার ফয়সাল আহমেদ ভূঁইয়া, শামছুল আলম, ব্যাংকের গ্রাহক আবু সায়েম।
অনুষ্ঠানে বক্তারা ব্যাংক হিসাব পরিচালনা ও লেনদেনের ক্ষেত্রে সাইবার সিকিউরিটি সচেতনতা বিষয়ে গ্রহকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।