দিনাজপুরের হিলিতে মুল্য তালিকা আপডেট না করায় ও একটি খাবারের দোকানে বিস্কুট ও চানাচুড়ের সাথে ইঁদুর মারা ওষুধ রাখায় এবং বিড়িতে উৎপাদন ও মেয়াদ উত্তির্নের তারিখ না থাকায় তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ডাঙ্গাপাড়া ও হিলি বাজারে অভিযান চালিয়ে তিনি এই জরিমানা করেন। একই সাথে কিছু খাবার বিনষ্ট করে দেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুর এর সহকারি পরিচালক মমতাজ বেগম বলেন,নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ডাঙ্গাপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় একটি বিড়ি ফ্যাক্টরিকে তাদের উৎপাদিত বিড়িতে উৎপাদন ও মেয়াদ উত্তির্নের তারিখ না থাকায় ১০হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে একটি খাবারের দোকানে বিস্কুট ও চানাচুড়ের সাথে ইঁদুর মাড়ার ওষধ রাখায় তাকে ৮হাজার টাকা জরিমানা ও খাবারগুলো বিনষ্ট করা হয়। পরে হিলি বাজারে একটি মুদি দোকানে অভিযান চালিয়ে মুল্য তালিকা আপডেট না থাকায় ও নকল বিড়ি বিক্রির দায়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়।