ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের কলেজ পাড়া এলাকায় মাদ্রাসা ভবনের বারান্দা থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে মো. ওমর (১৩) নামে এক শিক্ষার্থী মারা গেছেন।
সোমবার ভোরে আল-মদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
মো. ওমর এ মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। সে গত ১২ অক্টোবর এই মাদ্রাসায় ভর্তি হয়েছিল।নিহত ওমর পৌর শহরের দেবগ্রাম এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে।
মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতের খাবার শেষে প্রতিদিনের মত সবাই ঘুমাতে যায়, রাত সাড়ে তিনটা থেকে ৪ টার মাঝে নিহত ওমর ঘুম থেকে জেগে দরজায় লাগানো তালার চাবি নিয়ে তালা খুলে বারান্দা থেকে লাফ দেয়। তালা খোলার সময় এক শিক্ষার্থী দেখে দৌড়ে তার পিছনে গিয়ে দেখে সে বাঁশের মাচায় ঝুলে আছে। তখন শিক্ষক শিক্ষার্থীরা দৌড়ে ভবনের নিচে নেমে দেখে মাচা ভেঙ্গে নিচে পড়ে আছে।আহত অবস্থায় ওমরকে উদ্ধার করে দ্রত জেলা সদর হাসপাতালে নিয়ে যায়, সেখান থেকে ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে ১০ টায় তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থীর মা বলেন, আমার ছেলেটা ১২ পারা কোরআন মুখস্ত করেছে। সে মাদ্রসায় পড়তে চাইত না আমরা জোর করেই তাকে মাদ্রাসায় পড়াতাম যেন হাফেজ হতে পারে।এর আগেও সে অন্য মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ব্যথা পেয়েছে। আমাদের ভাগ্যে হয়তো নেই। তাদের কোনো অভিযোগ নেই বলেও জানান।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুল ইসলাম জানান, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সিসি টিভির ফুটেজ দেখে যতটুকু জেনেছি বা দেখেছি ছেলেটা মাদ্রাসা থেকে পালাতে গিয়েই এই ঘটনাটি ঘটেছে। তবু আমরা মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।