চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব সমাবেশ,শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতি করেন ইউএনও আসমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ। প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন য্বু নেত্রী শিরিন আক্তার, যুব সংগঠক সারওয়ার জাহান সুমনসহ অন্যরা। আলোচনা সভা শেষে যুবক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন সংগঠন ও সদস্যদের মধ্যে সনদ তুলে দেন অতিথিরা।