নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় পহেলা নভেম্বর যুব র্যালি, ঋণ বিরতণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যুব দিবস উপলক্ষে দিনের শুরুতে একটি যুব র্যালি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে হলরুমে প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবমহিলাদের উপস্থিতে আলোচনা সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুব কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ আবদুল রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কেফায়েত উল্লাহ হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ তোফায়েল আহমেদ, হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ আমির হোসেন এসময় বক্তব্য রাখেন যুব উন্নয়নের সফল কর্মী মোঃ ফিরোজ উদ্দিন।
আলোচনা শেষে ৫ জন প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে চার লক্ষ ৮০ হাজার টাকা চেকের মাধ্যমে যুব ঋণ বিতরণ করা হয়।