কুমিল্লার হোমনায় সামাজিক সচেতনায় স্যানিটেশন মাস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ইউনিসেফের সহযোগিতায় এবং পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বর্জের পরিশোধন, নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন’ -এ শ্লোগানকে সামনে রেখে পৌর মিলনায়তেন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ। পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, সহকারী প্রকৌশলী মো. ফেরদৌস আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী মো. জহির উদ্দিন, ইউনিসেফের ওয়াশ প্রকল্পের স্পেশালিস্ট মো. শফিকুল ইসলাম প্রমুখ।