গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সুমিত্রা রানী মহন্ত (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) দুপুরে সুন্দরগঞ্জ পৌরসভার বামনজল মহল্লা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সুমিত্রা রানী ওই মহল্লার সুবল চন্দ্র মহন্তের স্ত্রী। স্থানীয়রা জানায়, সুমিত্রা রানী দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক রোগে ভুগছিলেন। তখন থেকেই স্থানীয় পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা গ্রহণ করেও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সোমবার সকালে পরিবারের লোকজনের অজান্তে বসত বাড়ীর দো-চালা টিনশেড রান্নাঘরের ধর্নার সাথে লাইলনের রশি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। এ সময় পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেন। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, 'সুমিত্রা রানী নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।'