‘‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচিতে রাজশাহীর বাঘায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে বাঘা থানা চত্বর থেকে এক বিশাল র্যালি ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। র্যালি শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, পুলিশিং বিভিন্ন ইউনিনের কমিটি, ব্যবসায়ী, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষার্থী। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বেলুন উঠিয়ে এর উদ্বোধন ঘোষনা করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন। ওসি তদন্ত আবদুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, কমিউনিটি পুলিশিং এর সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক আবদুল হালিম মোল্লা, আ.লীগ নেতা অধ্যক্ষ নছিম উদ্দীন, ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহানুর রহমান, জাহিদুল ইসলাম, সাংবাদিক নুরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওসি (তদন্ত) আবদুল করিমের সঞ্চালনা।