পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উদীচীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদীচী বোদা উপজেলার শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে র্যালীটি বোদা কেন্দ্রীয় শহীদ মিনার হতে বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা মিলিত হয়। উদীচীর সংগঠক ও সাংবাদিক লিহাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উদীচীর সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সভাপতি হারুন অর রশিদ, শেখ আবুল হোসেন শীলন ও উপজেলা ব্লাড ফাউন্ডেশন এর সাবেক সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন প্রমুখ।