পিরোজপুর ইন্দুরকানীতে ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) সকালে ইন্দুরকানী সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ইন্দুরকানী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইন্দুরকানী থানা মিলনায়তনে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হকের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই শ্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মাহামুদুল হক দুলাল, ইন্দুরকানী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, উপজেলা বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতি, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করীম তালুকদার ইমন, ১ নং পাড়েরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার শাওন প্রমুখ। এছাড়াও ইন্দুরকানী থানা পুলিশের কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, সামাজিক ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ, ইভটিজিং, চুরি, এমনকি মাদক ব্যবসায়ীদেরকেও প্রতিহত করা সম্ভব।
পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।