পিরোজপুরের কাউখালীতে বিএনপির কেন্দ্রীয় নেতারা জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ৫ নভেম্বর বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করতে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের নেতৃত্বে পিরোজপুর ও কাউখালী উপজেলা বিএনপির নেতাকর্মীরা বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের কাউখালী চৌরাস্তা বাজারে এই জনসংযোগ করেন। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন জানান, আগামী ৫ নভেম্বর বরিশালের সমাবেশে জনসম্পৃক্ততা বাড়াতে ও সমাবেশ সফল করতে সাধারণ মানুষের মধ্যে এই জনসংযোগ ও লিফলেট বিতরণের এই কর্মসূচি পালন করা হচ্ছে।
জনসংযোগকালে কাউখালী চৌরাস্তা মোড়ে এক পথ সভায় বিএনপি'র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, এদেশের সিংহভাগ মানুষ যাদের কৃষি উৎপাদন পণ্যের ন্যায্য মূল্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির কারণে জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই সিংহভাগ মানুষকে আমরা জানাতে এসেছি, তাদের এই কষ্ট লাঘবের জন্য বিএনপি রাজপথে এসেছে। জনগণের এই কষ্ট লাঘবের জন্য রাজপথে নেমে বিএনপির অনেক নেতাকর্মী ইতোমধ্যে কারাভোগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। বিভিন্ন দাবিতে রাজপথে আন্দোলনে সম্প্রতি সময়ে ৫ জন বিএনপির নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে।
আমরা জনগণকে জানাতে এসেছি, আগামী ৫ই নভেম্বরের গণ সমাবেশ মানুষের ভোটাধিকার, ন্যায্য মূল্য, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতের গণসমাবেশ।
এই কর্মসূচিতে জনগণ ইতোমধ্যে দলবল নির্বিশেষে অংশ নিচ্ছে।
জনসংযোগকালে আরো উপস্থিত ছিলেন বিএনপি'র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির সহ এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল, পিরোজপুর, কাউখালী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।