ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন টঙ্গী থানা শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান ও শিক্ষার গুণগত মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।
প্রাথমিক শিক্ষা পদক-২০২২ ঢাকা বিভাগীয় বাছাই কমিটির সভাপতি মো. খলিলুর রহমান ও সদস্য সচিব মীর্জা মো. হাসান খসরু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
এবিষয়ে এক প্রতিক্রিয়ায় টঙ্গী থানা শিক্ষা কর্মকর্তা শিখা বিশ্বাস বলেন, আমি সবসময়ই আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। এখন আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। মূলত: পদক পাওয়ার জন্য নয়, যুগোপযোগী শিক্ষার মাধ্যমে দেশ সেবার কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। একটু চেষ্টা করলে শিশুদের অনেককিছু দেয়া যায়। দেশ ও দশের জন্য ভালো কাজ করলে যে স্বীকৃতি পাওয়া যায় আমি তা প্রমাণ করেছি।