২৭ অক্টোবর সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী এর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে হাবিলদার মোঃ রাসেল সিকদার এর নেতৃত্বে বিজিবি-কাস্টম যৌথ চেকপোস্টের (বাঁশকল) নিকট একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গনকবর স্থানের পাশে তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপরে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে তাদের কোমরে বেল্টের নিচে সুকৌশলে লুকায়িত অবস্থায় উভয়ের নিকট হতে ০৫ টি করে মোট ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১.২০০ কেজি। আটককৃত আসামীদের নামঃ ১। মোঃ মিলন হোসেন (২৮), ২। মোঃ হিরন হোসেন (২৫), উভয়ের পিতাঃ মোঃ শফিকুল ইসলাম। ওই স্বর্ণের বর্তমান মূল্য ৯৬,০০,০০০/- (ছিয়ানব্বই লক্ষ) টাকা। আটককৃত আসামি এবং স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।