‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ -এ প্রতিপাদ্যক সামনে রেখে কুমিল্লার হোমনায় শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান, একাডেমীক সুপারভাইজার মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডার গার্টেনের কয়েক শতাধিক শিক্ষক শিক্ষার্থী।
পরে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক হোমনা কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেনের সভাপতিত্বে
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমীন, উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, অধ্যক্ষ আতিকুর রহমান, প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, এটিএম মফিজুল ইসলাম শরীফ, মাদ্রাসা সুপার মো. আবদুল কাদির, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেজি সেলিম প্রমুখ।