"শিক্ষকদের হাত ধরে শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু" এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষক দিবস -২০২২ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় বীরগঞ্জ উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৭ অক্টোবর দিনের শুরুতেই নানান ধরণের ফেস্টুন হাতে শিক্ষকদের একটি বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ও বীরগঞ্জ উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে বীরগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কপর্দ নারায়ণ রায়,সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গীতা রানী সরকার, বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসুদা পারভীন, বীরগঞ্জ সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম (রতœগর্ভা), বীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক দিবস উদযাপন কমিটির সদস্য ও কল্যাণী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ।