চিরিরবন্দরে শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা শিক্ষক সমিতির সহযোগিতায় চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের হলরুমে শিক্ষক দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসান এর সভাপতিত্বে এ সময় দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ¦ মোঃ জিয়াউল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রফুল্য কুমার বর্মণ, চিরিরবন্দর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পলাশবাড়ি জব্বারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান, রাণীরবন্দর এন আই বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান রণজু, দূর্গাডাঙ্গা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খাজিম উদ্দিন শাহ, চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারি শিক্ষক রেজাউর রহমান বকুল, চিরিরবন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইমরুন নাহার প্রমূখ বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষে একটি র্যালী শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চিরিরবন্দর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সমাপ্ত হয়।