পিরোজপুরের ভান্ডারিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ বলেশ্বর নদের মোহনা কচাঁ নদী তীর বর্তী উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের জাপানি ব্যাক, আবাশন প্রকল্প, আদর্শগ্রাম সহ ঐ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ অসহায় মাণুষের মাঝে বুধবার বিকেলে জাতীয় পার্টি- জেপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি- জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আদিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, উপজেলা জেপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক।