পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার নানা আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধর, ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন খলিফা প্রমূখ। এতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শিক্ষকগণসহ বিহারী লাল মৌত্র মাধ্যমিক বিদ্যালয়ের বয় স্কাউট অংশগ্রহণ করেন।