কসবায় ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে নিহত এক আহত এক। ব্যাপক ফসলি জমি ও ঘড়-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ। ঘূর্ণিঝড়ে সিত্রাং এর আঘাতে নিজ বসতঘড়ে গাছ চাপা পড়ে নিহত মো. জয়নাল আবেদীন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র। আহত নিপা আক্তার (২০) নিহত জয়নাল আবেদীন এর স্ত্রী।
সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ঝড়ে নিহত ব্যক্তির বাড়ি ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি নিহত ও আহত ব্যক্তির পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য তার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে উপজেলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ব্যাপক ফসলি জমি, গাছ-পালা ও ঘড়-বাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার থেকে আর্থিক সহায়তা প্রদান করবেন বলে তিনি জানান।
কসবা উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে উপজেলায় ২২ হেক্টর শাক-সবজি ও ১০ হেক্টর ধানি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যবেক্ষণ করে চূড়ান্ত ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করা হবে বলে তিনি জানান।
কসবা উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. বেলাল হোসাইন জানান, গত মঙ্গলবার মধ্যরাতে ঘূর্ণিঝড় সিত্রাং আঘাত হানে। সিত্রাং এর আঘাতে উপজেলায় ব্যাপক কাঁচা ও আধা-পাকা ঘড়-বাড়ি, গাছ-পালা ভেঙ্গে ধুমড়ে মুচড়ে যায়। ক্ষতিগ্রস্তদের তালিকা করার প্রস্তুতি চলছে।
কসবা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. আবদুল কাদের জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে আটটি ট্রান্সফর্মার ও প্রচুর বৈদ্যুতিক খুটি ভেঙ্গে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন রয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শুধুমাত্র পৌর সদরে আংশিক বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। সকল লাইন চেক ও মেরামতের পর উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে তিনি জানান।
গোপীনাথপুর ইউনিয়নের চেয়ার্যান মো. মিজানুর রহমান ভূইয়া জানান, সিত্রাং এর আঘাতে গাছ চাপা পড়ে নিজ বসতঘড়ে ধজনগর গ্রামে জয়নাল আবেদীন নামে একজন দিনমজুর নিহত হয়েছেন, আহত হয়েছেন তার স্ত্রী। নিহত জয়নাল আবেদীন এর কোন সন্তানাদি নেই।