নাটোরের লালপুরে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মামলায় ৫৫ বিএনপি নেতা কর্মীকে জামিন দিয়েছেন আদালত।
উচ্চ আদালতের দেয়া ৬ সপ্তাহের জামিন শেষ হওয়ার আগের দিন রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৫৬ নেতা কর্মী নাটোরের জেলা ও দায়রা জজ মোঃ শরীফ উদ্দীনের আদালতে জামিনের আবেদন জানায়। শুনানী শেষে বিচারক লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসির আরশাদ রাজন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও বিএনপি'র মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ফারজানা শারমিন পুতুল, লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম সহ ৫৫ জনের স্থায়ী জামিন মঞ্জুর করেন। তবে রনি নামে এক কর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এই মামলায় আরো দুই জন জামিনে রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন বিএনপি নেতৃবৃন্দের আইনজীবী এড. রুহুল আমিন টগর ও এড. আবদুল কাদের।
কেন্দ্রীয় কর্মসূচি পালনকে কেন্দ্র করে গত ৬ সেপ্টেম্বর লালপুর উপজেলার গৌরীপুরের পালিদহে পুলিশের সাথে বিএনপি নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ২০০-৩০০ জনের বিরুদ্ধে মামলা করেন পুলিশ।