ঝিনাইদহ কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে সরকারি মালামাল, বিশেষ করে পিপিই হাসপাতালের বারান্দায় অপরিত্যাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। এসব দেখার কেউ নেই। পিপিই-র পুরো মানে হলো পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম। কোভিড মহামারির সময় চিকিৎসা সেবায় পিপিই এর অনেক গুরুত্ব ছিল যা এখনো কমে যায় নি। অথচ এইসব গুরুত্বপূর্ণ মেডিকেল সরঞ্জাম অযতœ, অবহেলা, অনাদরে ফেলে রাখা হয়েছে। সরোজমিনে হাসপাতাল গিয়ে দেখা যায় ইমারজেন্সি রুমের সামনের বারান্দার গ্রিল ঘেঁষে বেশকিছু কার্টুন রাখা হয়েছে। এইসব কার্টুনের মধ্যে অনেক গুলো ছেড়া অবস্থায় রয়েছে। আবার বেশকিছু পিপিই এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বৃষ্টির পানি এসে পড়েছে কাটুন গুলোর উপরে। শুধু কি তাই ; সাধারণ যে কোন মানুষের সুযোগও রয়েছে এখন থেকে পিপিই নিয়ে যাওয়ার। আর এভাবেই নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার গুরুত্বপূর্ণ সরকারি সব পিপিই এবং মালামাল।
কালিগঞ্জ হাসপাতালে স্টোর কিপারের দায়িত্বে থাকা মাহবুবুর রহমান জানান, প্রতিটি কার্টুনে পঞ্চাশ পিস পিপিই রয়েছে। এইগুলো উপজেলা ২৯ টি কমিউনিটি ক্লিনিক এর জন্য বরাদ্দ।কমিউনিটি ক্লিনিকের দায়িত্বশীলরা পিপিই গুলো সংগ্রহ না করায় এখানে রাখা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, মালামাল রাখার স্থান সংকটের কারনেই সাময়িক ভাবে পিপিইগুলো বারান্দায় রাখা হয়েছে। হাসপাতালে স্টোরের জন্য যে পরিমাণ জায়গা আমাদের প্রয়োজন তা নেয়। যে কারণে যে কোনো মালামাল রাখার ক্ষেত্রে প্রতিনিয়ত আমাদের সমস্যায় পড়তে হয়।কালিগঞ্জ হাসপাতালে দায়িত্বশীল ব্যক্তিরা নানা অভিযোগ ও সংকটে কথা বললেও সরকারি মালামাল সংরক্ষণের তাদের যথাযথ গুরুত্বের অভাবে দৃশ্যমান হয়েছে।