অসময়ে বঙ্গোপসাগরে গভীর নিন্মচাপ থেকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় “সিত্রাং”- এর প্রভাবে রোববার গভীর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এতে উত্তরের হিমেল হাওয়ায় এসেছে শীতের আমেজ। এরই ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবনের।তবে অসময়ে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় “সিত্রাং”- এর প্রবাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবজি চাষি ও আমন ধান চাষীরা।
উপজেলার কিছুকিছু এলাকার মাঠ জুড়ে কৃষকের সোনালী স্বপ্ন গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে স্বপ্ন যেন ফিকে হয়ে যাবে। রোববার রাত ২ টা থেকে শুরু হয় গুড়ি গুড়ি বৃষ্টি। যা চলতে থাকে সারা রাত। সোমবার এর ব্যতিক্রম হয়নি মুসলধারে বৃষ্টি হতেই আছে। বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ গুলো। কাজ না পেয়ে অনেকে বিভিন্ন দোকানে বসে থাকতে দেখা গেছে। কালীগঞ্জ শহরে রিকসা, ইজিবাইক, সিএনজি চলাচল ছিল খুবই কম। শহরে দোকান পাট তেমন খোলা ছিল না।