“ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিবপেক্ষ রাষ্ট্র চাই, মানবাধিকারের সংগ্রাম চলছেই চলবেই ” এই স্লোগান নিয়ে ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে গণঅনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণঅনশনটি অনুষ্ঠিত হয় কালীগঞ্জ শহরের কালীবাড়ী মোড়ে। এতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত শতশত সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। ঝিনাইদহ জেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগবন্ধু সিংহ নন্দীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখছেন, কালীগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার অধিকারী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রবিন দত্ত, সাধারণ সম্পাদক প্রমান্ত কুমার খাঁ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ন-সাধারণ সম্পাদক মাইকেল সমর বিশ্বাস, উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সভাপতি বলরাম দাস প্রমুখ।
গণ অনশন কর্মসূচিতে নেতৃবৃন্দ সকল সাম্প্রদায়িকতা সহিংসতা বন্ধ ও ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের দেওয়া প্রতিশ্রুতি তুলে ধরে তা অতি সস্তর বাস্তবায়নের দাবি জানান।