ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ছাত্রীদের আবাসিক হল। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলে এ বিক্ষোভ শুরু হয়। অতর্কিত হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে আন্দোলনরত ছাত্রীরা।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধায় প্রধান ফটক এলাকায় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী পপি আক্তার, উম্মে সালমা ও তার বন্ধুরা আড্ডা দিচ্ছিল। সেসময় বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে সংশ্লিষ্ট দুইজন কর্মী উপস্থিত হয়ে অতর্কিত ভাবে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
আন্দোলনরত খালেদা জিয়া হলে আবাসিক ছাত্ররা জানান,বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার উদ্দেশ্য আপুরা সন্ধায় প্রধান ফটকে অবস্থান করছিল। তখন রাজনীতির সাথে সংশ্লিষ্ট দুইজন কর্মী এসে এলোপাতাড়ি পপি আক্তার ও উম্মে সালমাসহ তাদের বন্ধুদের মারধর করেন।
তারা আরো বলেন, আপু ও তার বন্ধুদের উপর হামলাকারীদের কঠোর শাস্তি চাই। আমরা প্রায় ঘন্টা যাবত আন্দোলন করছি যতক্ষণ পর্যন্ত তাদের বহিষ্কার করা না হবে ততক্ষণ আন্দোলন চলবে বলে জানান আন্দোলনরত ছাত্রীরা।
প্রতিবেদন লেখা অব্দি আন্দোলন চলমান (রাত ৮:৩৭)