নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজের নতুন অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এমপি আনোয়ারুল আজীম আনার। সে সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,উপাধ্যক্ষ আবদুস সালাম, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিলটন,জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম,সমাজ সেবক মমিনুল ইসলাম মানিক,ইউনুছ আলীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ সময় অতিথি বৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। এছাড়াও প্রতিষ্ঠানের উন্নয়নের ধারা অব্যহত রাখার ঘোষণা দেন।