নোয়াখালীর সেনবাগে এনজিও কমিউনিটি ডেভেলপমেন্ট সেনটার (কোডেক)এর উদ্যোগের উপজেলার প্রায় ৩শ কৃষক-কৃষানীকে গাভী পালনে ওপর দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার ছমির মুন্সির হাট ড্রীম কমিউনিটি সেন্টারে কোডেকে’র ছমির মুন্সির হাট শাখার উদ্যোগে শাখা ব্যবস্থাপক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে ও আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষন প্রদান করেন-উপজেলা পশু সম্পদক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন-সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, ক্যাশিয়ার মোঃ নুর সোলেমান। এনজিও থেকে পর্যাক্রমে প্রায় ৩শত কৃষক-কৃষানীকে গাভী পালনে দক্ষতা বৃদ্ধি লক্ষে প্রশিক্ষন প্রদান করা হয়।