পটুয়াখালীর কলাপাড়ায় চলছে সরকারের হাজার হাজার কোটি টাকা মেঘা উন্নয়ন প্রকল্প। এ উন্নয়নে পাল্টে গেছে দক্ষিণাঞ্চলের চিত্র। পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমানের নেতৃত্ব চলছে এ উন্নয়ন।
সরকারের এ উন্নয়ন বাঁধাগ্রস্থ্য করতে এমপি মহিব্বুর রহমান ও আওয়ামী লীগ নেতাদের জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে শুরু হয়েছে অপপ্রচার। এ অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ।
বুধবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার বলেন, বর্তমান সংসদ সদস্য মহিব্বুর রহমান নির্বাচিত হওয়ার প্রকাশ্য জননভায় নির্বাচনী এলাকার সকল নদী,খাল,সাগর,চর জন সাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। অথচ সংসদ সদস্যের নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে।
তিঁনি বলেন, বর্তমান সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীদেরর সন্মানহানী করতে বিএনপি জামায়াতের দোসররা এ ষড়যন্ত্র করছে। এ সড়যন্ত্র রুখতে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। একই সাথে আওয়ামী লীগ নেতারা বলেন, কলাপাড়ায় যারা দখল বানিজ্যে জড়িত তারা যারাই হোক তাদেও বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সন্মেলনে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।