র্যাবের অভিযানে মিজান শেখ ওরফে মিরাজ নামে এক অপহরনকারীকে গ্রেপ্তার, ইজিবাইক এবং অপহৃত ইজিবাইক চালক চুন্নু মিয়া (৫২) নামে একজনকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিরাজ শেখের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তিনি ইজিবাইক চোর চক্রের সদস্য।
ইজিবাইক চালক চুন্নু মিয়া প্রতিদিনের ন্যায় সোমবার বেলা সাড়ে ১১ টার সময় ঝিনাইদহ শহরের বিসিক শিল্প নগরী এলাকায় যাত্রীদের নামিয়ে দেয়। তার ইজিবাইকে কোন যাত্রী না থাকার সুযোগে গ্রেপ্তারকৃত মিজান শেখ ওরফে মিরাজ সহ অজ্ঞাতনামা আরও ৩ জন আসামি একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে সেখানে এসে চেতনানাশক ওষুধ মিশানো রুমাল ভিকটিমের মুখে চেপে ধরে তাকে অচেতন করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। তখন অপহরণ চক্রের সদস্য গ্রেপ্তারকৃত মিরাজ চালক সেজে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় লোকজন টহলরত র্যাবের নিকট বিষয়টি জানায়। তাৎক্ষনিক র্যাবের একটি টিম ইজিবাইকসহ মিজান শেখ ওরফে মিরাজকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে এবং গোপনীয় তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকা থেকে অপহৃত ইজিবাইক চালক চুন্নু মিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত ইজিবাইক চালককে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় চুন্নু মিয়ার ভাতিজা তাজমুল হোসেন টিপন বাদী হয়ে র্যাবের সহায়তায় থানায় একটি মামলা দায়ের করেন।