যশোরের ঝিকরগাছায় জেলা পরিষদ নির্বাচনে ঝিকরগাছায় (২ নং ওয়ার্ড) রফিকুল ইসলাম বাপ্পী ৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমামুল হাবিব জগলু ৬৩ ভোট পেয়েছেন।
সোমবার যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জেলা পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস জানান - জেলা পরিষদের সদস্য পদে ২ নং ওয়ার্ড ঝিকরগাছা উপজেলা থেকে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম বাপ্পী। তিনি টিউবওয়েল প্রতীকে নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমামুল হাবিব জগলু পেয়েছেন ৬৩ ভোট। এ পদে ৪ জন্য প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। ১৫৯ জনের মধ্যে ১৫৮ জন ভোটার ভোট দিয়েছেন। অপরজন বিদেশ যাওয়ায় ভোটে অংশ নেননি।