বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা শনিবার দুপুরে আলহাজ্ব নজির আহম্মেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া।
নাঙ্গলকোট উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা য্গ্মু আহ্বায়ক মিজানুর রহমান, জহিরুল কাইয়ুম, পৌরসভা সদস্য সচিব আবদুল কাদের জিলানী, বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি আবদুল হক মজুমদার, পেরিয়া ইউনিয়ন সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার, মক্রবপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন, বক্সগঞ্জ ইউনিয়ন সভাপতি মাহবুবুল হক, সাতবীড়ীয়া ইউনিয়ন সভাপতি অহিদ মিয়া, আদ্রা উত্তর ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান সরকার, আদ্রা দক্ষিণ ইউনিয়ন সভাপতি মাস্টার স্বপন, বটতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল বাতেন, হেসাখাল ইউনিয়ন সাধারণ সম্পাদক মানিক, দৌলখাঁড় ইউনিয়ন সাধারন সম্পাদক ডাঃ সফিকুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, উপজেলা যুবদল নেতা কবির খান, বাচ্চু মিয়া, পৌরসভা যুবদল নেতা আবদুস সাত্তার, মনিরুজ্জামান মানিক, উপজেলা ছাত্রদল নেতা আবদুল মমিন, আমির হামজা মুন্না, তুষার, সাইফুল ইসলাম লাভলু, কলেজ ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া প্রমূখ।
বর্ধিত সভা শেষে নাঙ্গলকোট থানার বিভিন্ন মামলায় আদালত থেকে জামিন পাওয়া বিএনপি উপজেলা আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া, সদস্য সাচিব আনোয়ার হোসেন নয়ন’সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
বর্ধিত সভায় নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি’র সম্মেলন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।