কালীগঞ্জ উপজেলা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের বার্ষিক সধারন সভা অনুষ্ঠিত হয়েছে হয়েছে। বুধবার বিকালে সংগঠনের নিজস্ব কার্ষালয়ে সভাপতি সিদ্দিক মিয়ার সভাপতিত্বে বার্ষিক প্রতিবেদন ও আয় ব্যায়ের হিসাব দাখিল করেন সাধারন সম্পাদক বাদশা মিয়া।
এ সভাতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি খলিলুর রহমান, সাধারন সম্পাদক ইমরুল চৌধুরী লাইচ ও পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাসুদুর রহমান সোহাগ।
সভাতে অত্র সংগঠনের মেয়াদ শেষ হওয়ার নতুন কমিটি গঠনে নির্বাচন কমিশন ও জেডিএল অফিসের যাবতীয় কাজ সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। এ সময়ে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য মাফিজুল হক, সোনা মিয়া, আলমগীর হোসেন, আঃ আলীম ও জাহাঙ্গীর আলম প্রমুখ।