ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে লাঠি দিয়ে পিটিয়ে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধের পা ভাঙার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আবজাল হোসেন নামে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার রাতে পুলিশ। আবজাল হোসেন দুধরাজপুর গ্রামের বিশারত মোল্লার ছেলে।
বুধবার রাতে আহত রমজান আলীর স্ত্রী ময়না খাতুন বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বাকি আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুল হক।কালীগঞ্জে পিটিয়ে বৃদ্ধের পা ভাঙার ঘটনায় মামলা, আটক ১
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে লাঠি দিয়ে পিটিয়ে রমজান আলী (৬০) নামে এক বৃদ্ধের পা ভাঙার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আবজাল হোসেন নামে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবজাল হোসেন দুধরাজপুর গ্রামের বিশারত মোল্লার ছেলে।
বুধবার রাতে আহত রমজান আলীর স্ত্রী ময়না খাতুন বাদী হয়ে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। বাকি আসামিকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আশিকুল হক।