নীলফামারীর কিশোরগঞ্জ থানা চত্ত্বরে বৃহস্পতিবার বিকালে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে উম্মুক্ত আলোচনার আয়োজন করেন থানা পুলিশ। ওসি রাজীব কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) মোহাম্মাদ সারোআর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল ও জাতীয় পার্টির আহ্বায়ক রশিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) এসএম শরীফ। উম্মুক্ত আলোচনায় প্রধান অতিথি বিভিন্ন জনের সমস্যার কথা শুনেন ও তার সমাধানের জন্য ওসিকে দিক নির্দেশনা দেন।