ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ নির্বাচনকে ঘিরে সরগরম ভোটের মাঠ।যদিও জনপ্রতিনিধিদের ভোটে নির্বাচিত হবে জেলা পরিষদের চেয়ারম্যান,সাধারণ সদস্য কিংবা সংরক্ষিত আসনের মহিলা সদস্য। তবে গত নির্বাচনের চেয়ে সদস্য সংখ্যা কমিয়ে আসায় প্রতি উপজেলায় সাধারণ সদস্য একজন ও তিন উপজেলায় সংরক্ষিত আসনের মহিলা সদস্য একজন নির্বাচিত হবে। তাই তিন উপজেলায় মাঠ চষে বেড়াচ্ছেন সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থীরা আর নিজ উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা জনপ্রতিনিধি ভোটারদের দ্বারস্থ হয়ে ভোট প্রার্থনা করছেন। তারই অংশ হিসেবে এ নির্বাচনে নাসিরনগর উপজেলায় সাধারণ সদস্য পদে একজন ও নাসিরনগর,সরাইল ও আশুগঞ্জ এ তিন উপজেলা মিলে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন। তাই প্রার্থীরা বিরামহীন প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে ভোট প্রদান করবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার,সংরক্ষিত মেম্বার ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলাগণ।তাই তারা নিজেদের সমর্থন আদায়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বারদের সাথে মতবিনিময় এবং আলোচনা সভা করছেন সকাল-সন্ধ্যা। তারা এখন রাতের ঘুম হারাম করে ভোটাদের দ্বারস্থ হয়ে ভোট প্রার্থনা করছেন।বিভিন্ন প্রার্থীরা ভোটারদেরকে শেষ মুর্হুতে ম্যানেজ করা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বিভিন্ন এলাকায় প্রার্থীদের পোস্টার-ব্যানার ও ফেস্টুন টাঙানো হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে নাসিরনগর থেকে সাধারণ সদস্য পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ জন মোট ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান চৌধুরী(তালা),সাবেক গুনিয়াউক ইউপি চেয়ারম্যান গোলাম ছামদানী পিয়ারু(হাতি),সামছুল কিবরিয়া হাকিম রেজা(অটোরিকশা),শেখ হুমায়ুন কবির(বৈদ্যুতিক পাখা),সাদেক রেজা(টিউবওয়েল),রয়েল ফারুক(উট পাখি) ও নাসিরনগর থেকে একমাত্র সংরক্ষিত মহিলা সদস্য এমবি কানিজ(বিউটি কানিজ) টেবিল ঘড়ি। গত নির্বাচনে সাধারণ সদস্য পদে ফারুকুজ্জামান ফারুক ও আসাদুজ্জামান চৌধুরী এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে শাহীন আক্তার খানম রেবা নির্বাচিত হয়েছিলেন। এবার নাসিরনগর,সরাইল ও আশুগঞ্জ এ তিন উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা সদস্য পদে নাসিরনগর উপজেলা থেকে একমাত্র কানিজ ফাতেমা প্রার্থী হয়েছেন। আগামী ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে বেলা ২টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। নাসিরনগর উপজেলায় ভোটার সংখ্যা ১৭২টি।