রংপুর থেকে দিনাজপুর রুটে সৈয়দপুরের যাত্রীদের আসন দেয়া হয় না অথচ দাঁড়িয়ে থেকে বাস যাত্রীদের পুরো ভাড়া দিতে হয়। এদিকে সৈয়দপুরে ট্রেনের টিকেট যেন সোনার হরিণ। টিকেটের জন্য স্টেশন কাউন্টারে গেলে শুধু বলা হয় নেই আর নেই। ট্রেনের টিকেট নিয়ন্ত্রণ করে একটি কালোবাজারী সিন্ডিকেট। আর এর সাথে জড়িত স্টেশন মাস্টার সহ বুকিং সহকারী। তাই ট্রেনে ও বাসে এসকল হয়রানী বন্ধের দাবীতে মানববন্ধন করেছে সৈয়দপুরের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন। ৩ অক্টোবর সকালে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে তারা পালন করে ওই কর্মসূচী। এতে সৈয়দপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
স্বেচ্ছাসেবী নওশাদ আনসারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, সেতুবন্ধনের আলমগীর হোসেন, অগ্রযাত্রার তারিকুল ইসলাম, সোশ্যাল এক্টিভিটিস্ট তামিম রাহমান, স্বপ্নদিশারীর খন্দকার আবিদা সুলতানা, মিলন মোস্তাফিজ, ড্রিমস বাংলাদেশের রিফাত, আলোর মিছিলের শাহজাহান, শাহেদ, হ্যালো সৈয়দপুরের আবদুল খালেক, স্বেচ্ছাসেবী তাবাসসুম আক্তার প্রমুখ।
বক্তারা অবিলম্বে ট্রেনের টিকিট কালোবাজারীদের দমন এবং সৈয়দপুরের ওপর দিয়ে যাওয়া রংপুর থেকে দিনাজপুর রুটে বাসগুলোতে সৈয়দপুরের যাত্রীদের আসন না দেয়া এরূপ অন্যায় অবিচার বন্ধে অবিলম্বে কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি জানান। দ্রুত সময়ে দাবি পুরণ না হলে বড় ধরনের কর্মসুচির নেয়া হবে এমন হুশিয়ারি দেয়া হয় মানববন্ধনে।