দিনাজপুরের কাহারোল উপজেলায় রোববার দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল মালেক সরকার। বিশেষ অতিথি ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার ও ভাইস চেয়ারম্যান ঈদয় চন্দ্র রায়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ সাদেক,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাদরাতুন মুনতাহিনা,প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ রায়হান আলী প্রমুখ।