দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন।
এতে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা: উম্মে ছালমা,উপজেলা সমাজসেবা অফিসার মইনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনসহ অনেকেই। আলোচনা সভায় বক্তারা জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য তুলে ধরেন।