নীলফামারীর সৈয়দপুরে একটি চায়না ওষুধ কোম্পানির প্রডাক প্রসাধনি সেমিনার অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেটের ৩য় তলায় রেডচিলি রেস্টুরেন্ট মিলনায়তনে ওই সেমিনারের আয়োজন ছিল।
অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্ট এ- ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালক হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ।
ওই কোম্পানির প্রডাক প্রসাধনি নিয়ে আলোচনা করেন কোম্পানির কনসালটেন্ট মশিউর রহমান ঢাকা,ব্যাংকার সিরাজুল ইসলাম,হাকীম হুমায়ুন কবির শাহ তুহিন,হাকীম মাসুদুর রহমান রংপুরসহ অনেকে।
আলোচকরা এ কোম্পানির ১৭ প্রকার ওষুধ প্রসাধনি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে ওষুধ ব্যবসায়ি,রিপ্রেজেনটিভ,সাধারণ ব্যবসায়ি,শিক্ষক,সাংবাদিক,চিকিৎসক এবং বাংলাদেশ কেমিস্ট এ- ড্রাগিস্ট সমিতির নের্তৃবৃন্দ অংশ নেয়।
সভার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন,আমরা সবাই ভাল থাকতে চাই। সবার টাকার প্রয়োজন,সুস্থ্যতা প্রয়োজন। প্রয়োজন হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা। আপনি সুস্থ্য আছেন,আপনার টাকা আছে কিন্তু এরপর আপনার প্রয়োজন বিনোদন। আর আমরা এ কোম্পানির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে বেড়ার সুযোগ পাব। এতে আমাদের বিনোদনের অভাব পুরণ হবে। তাই আমরা সবাই এ কোম্পানির সাথে জড়িয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলি। আর্তমানবতার সেবায় কাজ করি।