চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শনিবার সকালে উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে। পরে স্টেশন পাড়াস্থ প্রবীণ হিতৈষী সংঘ গোমস্তাপুর শাখার আয়োজনে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আজিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। বিশেষ অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন ও রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বিশ্বাস, উপদেষ্টা আশরাফুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, ডাঃ আনসারুল হক, রহনপুর মহন্ত এস্টেটের মহন্ত শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারী, বেসরকারি উন্নয়ন সংস্থা রিক এর এরিয়া ম্যানেজার মুকুল মন্ডল ও আকতারুল ইসলাম চয়ন। আলোচনা সভাশেষে সংগঠনের ১০ জন সদস্য মৃত্যু বরণ করায় তাঁদের পরিবারকে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।