ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাস্কেটবল টিমের সিরিজ দাপুটে জয়ে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে বাস্কেটবল ইভেন্টের ফাইনালে উঠার কৃতিত্ব অর্জন করেছে ইবি টিম। এ বিজয় অর্জন করে শিরোপা লড়াইয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বৃহস্পতিবার সেমিফাইনালে ১৮-৬০ পয়েন্টে ইসলামি বিশ্ববিদ্যালয়ের কাছে হেরে যায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। এতে করে টানা চার ম্যাচ জয় করে ফাইনালে উঠলেন ইসলামি বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টিম। আগমী রোববার (২ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিপক্ষের ফাইনালে লড়বেন তারা।
এবারের বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল টিমের চুড়ান্ত ১১ জন খেলায়াড়েরা হলেন ক্যাপ্টেন শাকিব সিকদার, মোহাম্মদ তারেক বিন কবির, সিদরাতুল মুনতাহা, মো. মেহেদী হাসান, চিশথ্রোফার, তামিমুর রহমান, স্বাগত চক্রবর্ত্তী, টুটুল বিশ্বাস, মুফতাঈস আহম্মেদ সাবিক।
এ বিষয়ে ইবি বাস্কেটবল টিমের খেলোয়াড় ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মুফতাঈন আহম্মেদ সাবিক বলেন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে প্রতিপক্ষের কাছে থেকে বিজয় ছিনিয়ে নিয়ে ফাইনালে স্থান করে নিতে পেরেছে। আমাদের শতভাগ আশাবাদী ফাইনালে আমরা বিজয় লাভ করবো।
এই বিষয়ে ফিন্যান্স এ- ব্যাংকিং বিভাগের বাস্কেটবল খেলোয়াড় মেহেদী হাসান বলেন, সকলের প্রচেষ্টায় আমরা ফাইনালে উঠেছি। এ সময় তিনি সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন।
ইবি বাস্কেটবল টিমের ক্যাপ্টেন সাকিব শিকদার বলেন, আমদের টিম মেম্বাররা অনেক পরিশ্রম ও নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে তাদের যোগ্যতা প্রমাণ করে বিপক্ষ দলগুলোকে হারিয়ে ফাইনালে স্থান করে নিয়েছে। এছাড়াও ট্রেনার ও শিক্ষকরা খেলোয়াড়দের সব সময় অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।